ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দিল্লিতে রুশ কূটনীতিকের বিরুদ্ধে পুলিশকে আঘাতের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
দিল্লিতে রুশ কূটনীতিকের বিরুদ্ধে পুলিশকে আঘাতের অভিযোগ ছবি: সংগৃহীত

ঢাকা: দিল্লিতে এক রুশ কূটনীতিকের বিরুদ্ধে পুলিশ সদস্যকে আঘাতের অভিযোগ উঠেছে। সাউথ দিল্লিতে বুধবার (০৯ ডিসেম্বর) এক বাইকারের সঙ্গে দুর্ঘটনার পর তিনি ওই পুলিশ সদস্যকে আঘাত করেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।



পুলিশের বরাত দিয়ে খবরে বলা হয়, দিল্লিতে রুশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি দিমিত্রি ক্রিউকভের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাকে বহনকারী গাড়ি প্রথমে এক বাইকারকে আঘাত করে। পরে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। দুর্ঘটনার পর কূটনীতিককে তার গাড়ি থেকে বেরিয়ে আসতে বলা হলে তিনি তা প্রত্যাখ্যান করেন এবং ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যদের সঙ্গে তর্ক জুড়ে দেন। এ সময় তিনি পুলিশ কনস্টেবল নাইব সিংকে আঘাতও করেন বলে অভিযোগ উঠেছে।

তবে দিমিত্রি ক্রিউকভ কূটনীতিক হওয়ায় অভিযোগের ভিত্তিতে পুলিশ এখনই কোনো পদক্ষেপ নিতে পারছে না। বিশেষজ্ঞদের সঙ্গে আইনি পরামর্শ করে তারপরই পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।