ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বুরুন্ডিতে সেনা ব্যারাকে হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
বুরুন্ডিতে সেনা ব্যারাকে হামলা ছবি: সংগৃহীত

ঢাকা: বুরুন্ডির রাজধানী বুজুম্বুরায় দু’টি সেনা ব্যারাকে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে সেনা সূত্র ও প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে।



শুক্রবার (১১ ডিসেম্বর) স্থানীয় সময় ভোররাত ৪টার (বাংলাদেশ সময় বেলা ১২টা) দিকে বুজুম্বুরার উত্তরে এনগাগারা ঘাঁটি ও দক্ষিণে একটি সেনা প্রশিক্ষণ কেন্দ্রে হামলা হয়।

নাম প্রকাশ না করার শর্তে এক সেনা সূত্র একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছে, সশস্ত্র দুই দল দুর্বৃত্ত একই সময় দুই সেনা ব্যারাকে হামলা চালায়। দুই ঘণ্টা ধরে সংঘাত চলার পর দক্ষিণের সেনা প্রশিক্ষণ কেন্দ্রটি নিয়ন্ত্রণে নিতে পেরেছে সেনাবাহিনী। অপরদিকে এনগাগারা ঘাঁটিতেও হামলাকারীদের সবাই নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এখন পর্যন্ত এ ঘটনায় কতোজন হতাহত হয়েছেন ও কারা এ হামলা চালিয়েছে, সে ব্যাপারে কিছু জানাতে পারেনি বুরুন্ডি কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।