ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দিল্লিতে টয়লেটে বসছে এটিএম!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
দিল্লিতে টয়লেটে বসছে এটিএম!

ঢাকা: আর্থিক সংকট ও বাড়তে থাকা ঘাটতির বোঝা কমাতে ‘ব্যতিক্রম’ উদ্যোগ নিয়েছে উত্তর দিল্লি মিউনিসিপাল কর্পোরেশন (এনডিএমসি)। এ লক্ষ্যে টয়লেটে এটিএম মেশিন স্থাপন করা হবে, যা থেকে বাড়তি মুনাফার পথ তৈরি হবে।



উত্তর দিল্লির মেয়র রভিন্দ্র যাদব বলেন, টয়লেটে এটিএম মেশিন স্থাপনের বিষয়ে এনডিএমসি বিধান তৈরি করবে। পাশাপাশি এগুলোর সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের জন্যও নীতিমালা তৈরি হবে।

স্কিমের আওতায় এনডিএমসি উত্তর মিউনিসিপাল এলাকায় ১৫০টি নতুন টয়লেট নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করবে। যার কাজ আগামী চার মাসে শেষ হবে।

এটিএম’র জন্য পর্যাপ্ত জায়গা রেখে এর নকশা তৈরি করতে মিউনিসিপাল কর্মকর্তাদের বলা হয়েছে।

জনগণ যেনো এ এটিএম থেকে সঠিক সেবা পান এবং এখান থেকে মুনাফা অর্জিত হয় সে বিষয়ে করপোরেশন যথাযথ পদক্ষেপ নেবে।

এখান থেকে অর্জিত অর্থ টয়লেটের মানোন্নয়নে ব্যবহার করা হবে বলেও উল্লেখ করেন মেয়র।

বাংলাদেশ সময়: ০১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।