ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মোদি-আবে বৈঠক

বুলেট ট্রেন, পরমাণু-প্রতিরক্ষা বিষয়ে চুক্তি সই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২১ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
বুলেট ট্রেন, পরমাণু-প্রতিরক্ষা বিষয়ে চুক্তি সই ছবি : সংগৃহীত

ঢাকা: বুলেট ট্রেন প্রকল্প, প্রতিরক্ষা ও পরমাণু শক্তির মতো গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি ক্ষেত্রে চুক্তি স্বাক্ষর করলো ভারত এবং জাপান।

স্থানীয় সময় শনিবার (১২ ডিসেম্বর) চুক্তি সই হয়।

শুক্রবার ভারতে পা রাখা জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের পর চুক্তি সই হলো।

প্রায় ৯৮ হাজার কোটি রুপির এই প্রকল্প (বুলেট ট্রেন) বাস্তবায়িত হলে দেশটির যোগাযোগ খাতে আরও গতি আসবে। মনে করা হচ্ছে ২০১৮ সালের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে। ভারতে বুলেট ট্রেন চলবে মুম্বাই থেকে গুজরাটের আহমেদাবাদ পর্যন্ত। মোদির নিজ রাজ্যের রাজধানীর মধ্যে ৫০৫ কিলোমিটার রাস্তা তখন ৮ ঘণ্টার পরিবর্তে প্রায় ৩ ঘণ্টায় পার করা সম্ভব হবে।

চুক্তিতে আরও একটি বড় দিক হলো প্রতিরক্ষা সরঞ্জাম এবং প্রযুক্তি হস্তান্তর বিষয়টি।

জাপানের প্রধানমন্ত্রী আবে বলেন, বিশ্বে এখন শক্তিশালী ভারত যতোটা প্রয়োজন, ভারতের কাছেও তেমন প্রয়োজন শক্তিশালী জাপান। একে অন্যের বন্ধু হিসেবে কাজ করতে চায় দুই দেশ।

অন্যদিকে মোদি বলেন, হাইস্পিড প্রবৃদ্ধি বা উন্নতির জন্য ভারত-জাপান এক হয়ে এগিয়ে যাবে, এটাই মূলত কামনা।

বাংলাদেশ সময়: ০২২১ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।