ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়া সংকট ইস্যুতে মস্কো সফরে কেরি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
সিরিয়া সংকট ইস্যুতে মস্কো সফরে কেরি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি

ঢাকা: সিরিয়া সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার একসঙ্গে কাজ করার পথ প্রসারিত করতে মস্কো সফরে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

এ সফরে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সার্জেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করবেন বলে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে।



সিরিয়ায় সংকট মোকাবেলায় একটি রাজনৈতিক সমাধানে পৌঁছাতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে এখন সবচেয়ে বড় দ্বিমতের বিষয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। যুক্তরাষ্ট্রসহ এর মিত্রদেশগুলোর দাবি, বাশারকে সঙ্গে নিয়ে কোনো সমাধানে পৌঁছানো সম্ভব নয়।

তবে তাদের এ অবস্থানের সঙ্গে একমত নয় রাশিয়া। এমনকি সম্প্রতি জাতিসংঘে একটি পরিকল্পনার রোডম্যাপও জমা দিয়েছে মস্কো। এতে বাশারকে সঙ্গে নিয়েই রাজনৈতিক সমাধানের প্রস্তাব করা হয়।

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।