ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকে ২৬ কাতারি শিকারি অপহৃত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
ইরাকে ২৬ কাতারি শিকারি অপহৃত ছবি: সংগৃহীত

ঢাকা: ইরাকের সৌদি সীমান্তবর্তী এলাকা থেকে অন্তত ২৬ কাতারি শিকারিকে অপহরণ করেছে একদল অজ্ঞাত বন্দুকধারী।

বুধবার (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় ভোরে ইরাকের সামাওয়া প্রদেশের লায়াহ’র নিকটবর্তী একটি এলাকা থেকে তাদের অপহরণ করা হয় বলে প্রাদেশিক সরকার ও পুলিশের বরাত দিয়ে জান‍ানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে।



প্রায় ৬০টি গাড়িতে করে বন্দুকধারীরা শিকারিদের ক্যাম্পে ঢুকে তাদের অপহরণ করে। শিকারিদের সন্ধান ও উদ্ধারে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে ইরাকি পুলিশ।

সামাওয়া প্রদেশের প্রশাসক ফালিহ আল-জায়াদি বলেছেন, কাতারের অন্তত ২৬ জনের একটি শিক‍ারি দলকে সামাওয়া মুরভূমির বুসায়া এলাকায় তাদের ক্যাম্প থেকে অপহরণ করা হয়েছে।

বছরের এই সময়টায় বিভিন্ন গালফ রাষ্ট্র থেকে শিকারিরা ইরাকের এই এলাকায় এসে জমায়েত হয়ে থাকে।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫/আপডেট: ১৮৪৬ ঘণ্টা
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।