ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সুদের হার বাড়ালো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
সুদের হার বাড়ালো যুক্তরাষ্ট্র ছবি: সংগৃহীত

ঢাকা: প্রায় এক দশক পর সুদের হার বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ। যা ২০০৭-২০০৯ সময়ে সঙ্কটে পড়া অর্থনীতি চাঙ্গা হওয়ার ইঙ্গিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা।



মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের নীতিনির্ধারক কমিটির এক বৈঠকে সিদ্ধান্ত হয়, সুদের হার ০.২৫ শতাংশ থেকে ০.৫০ শতাংশের মধ্যে বাড়ানো হবে। আর অর্থনীতির এ চাঙ্গাভাব অব্যাহত থাকলে ধীরে ধীরে তা আরো বাড়ানো হবে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

স্থানীয় সময় বুধবার (১৬ ডিসেম্বর) এ সিদ্ধান্তের পর এক সংবাদ সম্মেলনে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেনেটে ইয়েলেন বলেন, অর্থনীতি চাঙ্গা থাকায় নীতিনির্ধারকরা সুদের হার বাড়ানোর পক্ষে সিদ্ধান্ত জানান।

এছাড়া দেশটির বেকারত্বের হার ৫ শতাংশ কমেছে বলে ফেডারেল পলিসির এক বিবৃতিতে বলা হয়।

এদিকে সুদের হার বাড়ানোর ফলে যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য ইতিবাচক হলেও বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব পড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

বাংলাদেশ সময়: ১০১১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।