ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠার দাবি পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০০, ডিসেম্বর ১৭, ২০১৫
অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠার দাবি পুতিনের

ঢাকা: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশ অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠেছে। মস্কোয় তার বাৎসরিক সংবাদ সম্মেলনে পুতিন এ তথ্য জানান।

রাশিয়ার রাজনৈতিক বর্ষে এ সংবাদ সম্মেলনের বিশেষ ভূমিকা রয়েছে।

পুতিন বলেন, তেলের দাম পড়ে গেলেও তা সমন্বয় করতে উৎপাদন খানিকটা বাড়ানো হয়েছে। সেই সঙ্গে কৃষিখাতেও যথেষ্ট প্রবৃদ্ধি দেখা গেছে। আমাদের অর্থনীতি তেল ও গ্যাসের ওপর নির্ভরশীল। আমরা চাই, অপরিশোধিত ব্রেন্ট তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার (৭ হাজার ৮৫৩ টাকা) বা তার চেয়েও বেশি হোক। কিন্তু তা না হয়ে এ পণ্যের দাম ব্যারেল প্রতি ৫০ ডলারের (৩ হাজার ৯২৬ টাকা) নিচে নেমে গেছে।

তিনি বলেন, জিডিপি কমে গেছে, মুদ্রাস্ফীতি ১২.৩ শতাংশ। আয়, বিনিয়োগ সবই পড়তে শুরু করেছে। তারপরও আমরা সংকট কাটিয়ে উঠেছি।

প্রবৃদ্ধি ০.৭ শতাংশ থেকে বেড়ে ২০১৭ সালে ১.৯ শতাংশ এবং ২০১৮ সালে ২.৪ শতাংশে গিয়ে দাঁড়াবে বলেও আশ্বাস দেন পুতিন। তবে তার এ হিসাব তেলের দাম ব্যারেল প্রতি ৫০ ডলারের ওপর নির্ভর করে প্রস্তুত।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।