ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ক্ষতির মুখে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা তোশিবার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
ক্ষতির মুখে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা তোশিবার ছবি: সংগৃহীত

ঢাকা: ব্যাপক ক্ষতির মুখে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে জাপানভিত্তিক প্রযুক্তিপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান তোশিবা। সোমবার (২১ ডিসেম্বর) প্রতিষ্ঠানটি এ ঘোষণা দেয়।



তোশিবা জানায়, চলতি বছর ৪.৫ বিলিয়ন (৪৫০ কোটি) ডলার ক্ষতি রেকর্ড করা হয়েছে। এ অবস্থায় আমরা সাত হাজার কর্মী ছাঁইয়ের সিদ্ধান্ত নিয়েছে। ক্ষতি পুষিয়ে নিতে পুনর্গঠনের অংশ হিসেবে এ ছাঁটাই।

ছাঁটাইয়ের এ সংখ্যা প্রতিষ্ঠানটির মোট কর্মীর ৫ শতাংশ।

এক সংবাদ সম্মেলনে তোশিবার চিফ এক্সিকিউটিভ মাশাশি মুরমাচি বলেন, নতুন পরিকল্পনা কার্যকরের মাধ্যমে আমরা স্টেকহোল্ডারদের বিশ্বস্ততা অর্জনে সক্ষম হবো। পাশাপাশি স্বচ্ছতার সঙ্গে ব্যবসা চাঙা করতে পারবো।

এদিকে, বাজারে এ খবর ছড়িয়ে পড়লে সোমবার তোশিবার শেয়ারের মূল্য ১০ শতাংশ কমে যায় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।