ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দুর্নীতি মামলায় জামিন পেলেন সোনিয়া-রাহুল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
দুর্নীতি মামলায় জামিন পেলেন সোনিয়া-রাহুল ছবি: সংগৃহীত

ঢাকা: ইংরেজি দৈনিক ‘ন্যাশনাল হেরাল্ড’ দুর্নীতি মামলায় ভারতের ন্যাশনাল কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী ও তার পুত্র দলের সহ-সভাপতি রাহুল গান্ধীকে জামিন দিয়েছেন আদালত।

শনিবার (১৯ ডিসেম্বর) বিকেলে দিল্লির পাতিয়ালা হাউস কোর্টের বিচারিক আদালত তাদের জামিন দেন বলে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়।



এর আগে শনিবার (১৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে আদালতে পৌঁছান কংগ্রেসের প্রধান এই দুই নেতা। স্থানীয় সময় ৩টা ৩ মিনিটে তাদের জামিন আবেদন মঞ্জুর করেন বিচারক। এছাড়া এ মামলার বাকি চার আসামিরও জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

সোনিয়া-রাহুলসহ কংগ্রেসের ছয় নেতার বিরুদ্ধে বিলুপ্ত প্রভাবশালী ইংরেজি দৈনিক ন্যাশনাল হেরাল্ড নামমাত্র ক্রয়ের নামে কোটি কোটি রুপির সম্পত্তি আত্মসাতের মামলা রয়েছে। ২০১২ সালের ১ নভেম্বর দিল্লির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ‍আদালতে মামলাটি করেছিলেন তৎকালীন জনতা পার্টির সভাপতি ও বর্তমান বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫/আপডেট: ১৫৫৪ ঘণ্টা
আরএইচ

** দুর্নীতি মামলায় আদালতে সোনিয়া-রাহুল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।