ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

ধোঁয়াশায় তেহরানে স্কুল বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৩, ডিসেম্বর ১৯, ২০১৫
ধোঁয়াশায় তেহরানে স্কুল বন্ধ ঘোষণা ছবি: সংগৃহীত

ঢাকা: ধোঁয়াশায় ছেয়ে যাওয়ায় রাজধানী তেহরানে দুই দিনের জন্য স্কুল বন্ধ ঘোষণা করেছে ইরান।

বায়ু দূষণের মাত্রা নিরাপদ মাত্রার চেয়ে তিনগুণ বেশি হওয়ায় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে বলে শনিবার (১৯ ডিসেম্বর) স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।



গত নয় মাসের মধ্যে চলতি সপ্তাহে তেহরানের বায়ুদূষণের পরিমাণ সর্বোচ্চ পর্যায়ে গিয়ে পৌঁছেছে। দূষণ কমিয়ে আনতে সরকার শহরে যান চলাচল সীমিত ও কয়েকটি শিল্প-কারখানা বন্ধেরও নির্দেশ দিয়েছে বলেও জানানো হয়েছে খবরে।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।