ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রুশ এস-৪০০ এয়ার ডিফেন্স মিসাইল কিনছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
রুশ এস-৪০০ এয়ার ডিফেন্স মিসাইল কিনছে ভারত

ঢাকা: দুই দিনের সফরে বুধবার (২৩ ডিসেম্বর) মস্কো যাচ্ছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ ছাড়াও এ সফরে বেশ কিছু চুক্তি চূড়ান্ত হবে।

এর মধ্যে রুশ এস-৪০০ ট্রায়াম্ফ এয়ার ডিফেন্স মিসাইল ক্রয় সংক্রান্ত চুক্তি উল্লেখযোগ্য।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, সমরাস্ত্র ক্রয় ছাড়াও দুই দেশের মধ্যে পরমাণু কর্মসূচি আরও সম্প্রসারিত করাও এ সফরের অপর একটি গুরুত্বপূর্ণ এজেন্ডা।

এ ব্যাপারে ভারতীয় পররাষ্ট্র সচিব সুব্রাহমানিয়াম জয়শঙ্কর সাংবাদিকদের বলেছেন, আরও বড় পরিসরে কাজ করতে ভারত ও রাশিয়া বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করবে।

এর আগে গত সপ্তাহে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রুশ এস-৪০০ ট্রায়াম্ফ এয়ার ডিফেন্স মিসাইল ক্রয়ের চুক্তির খসড়াটি উভয়পক্ষের মধ্যে গৃহীত হয়েছে। এক্ষেত্রে ভারতের ব্যয় ধরা হয়েছে ৪০ হাজার কোটি রুপি (৪৭ হাজার ৪২২ কোটি ৭১ লাখ টাকা)।

খবরে আরও বলা হয়, বর্তমানে রাশিয়ার সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ১০ বিলিয়ন ডলার (৭৮ হাজার ৫৫৭ কোটি ৪৫ লাখ টাকা)। উভয় দেশই আগামি ১০ বছরের মধ্যে এ বাণিজ্যের পরিমাণ ৩০ বিলিয়ন ডলারে (২ লাখ ৩৫ হাজার ৬৭২ কোটি টাকা) উন্নীত করতে আগ্রহী।

বাংলাদেশ সময়: ০৯৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।