ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিজেপি সাংসদ কীর্তি আজাদ বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
বিজেপি সাংসদ কীর্তি আজাদ বহিষ্কার ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলির বিরুদ্ধে কথা বলায় দল থেকে বহিষ্কার করা হয়েছে বিজেপির সংসদ সদস্য কীর্তি আজাদকে।

বুধবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় দল থেকে বহিষ্কার করা হয় ক্রিকেটার থেকে রাজনীতিক বনে যাওয়া কীর্তি আজাদকে।



দলের পক্ষ থেকে বলা হয়েছে, দল বিরোধী কর্মকাণ্ডের জন্য ডারভাঙ্গা এলাকার সংসদ সদস্য আজাদকে বহিষ্কার করা হয়েছে।

এরআগে গত রোববার এক সংবাদ সম্মেলনে দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অরুণ জেটলির বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে ধরেন আজাদ। এতে বিব্রত অবস্থায় পড়ে বিজেপি।

বাংলাদেশ সময়: ২৩৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।