ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

২০১৬ সালে পড়ে যেতে পারে সোনার দাম

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
২০১৬ সালে পড়ে যেতে পারে সোনার দাম

ঢাকা: বিশ্ব অর্থনীতিতে ২০১৫ সাল স্মরণীয় হয়ে থাকবে তেলের দর পতনের জন্য। এরই মধ্যে বিশ্লেষকদের এক ভবিষ্যদ্বাণী নতুন করে ভাঁজ সৃষ্টি করেছে ব্যবসায়ীদের কপালে।

এ ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ২০১৬ সালে পড়ে যেতে পারে সোনার দামও।

বিশেষজ্ঞরা এ দরপতনের জন্য দায়ী করেছেন মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সিদ্ধান্তকে। ১৬ ডিসেম্বর সিদ্ধান্তটি চূড়ান্ত হয়। এর পর গত এক সপ্তাহে সোনার দর আউন্স প্রতি ১ হাজার ৪৯ ডলারে (৮২ হাজার ৪০০ টাকা) নেমে গেছে।

তবে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) এ পণ্যের দরে খানিকটা ঊর্ধ্বগতি দেখা গেছে। এ দিন আউন্স প্রতি সোনা বিক্রি হয়েছে ১ হাজার ৭৩ ডলারে (৮৪ হাজার ২৮৪ টাকা)। তবে বিশ্লেষকরা মনে করছেন, আসছে বছরে এর দর ১ হাজার ডলারের নিচে নেমে যাবে।

ওভারসি-চাইনিজ ব্যাংকিং কর্পোরেশন’র (ওসিবিসি ব্যাংক) সম্পদ ব্যবস্থাপনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট বসুন মেনন বলেছেন, মার্কিন ডলার শক্তিশালী হয়ে ওঠায় ও দেশটিতে সুদের হার বাড়ানোয়, কিছুটা ঔজ্জ্বল্য হারাতে চলেছে সোনা।

বিশ্লেষক প্রতিষ্ঠান ফিলিপ ফিউচার্স মনে করছে, ২০১৬ সালের শেষ নাগাদ সোনার দর আউন্স প্রতি ৯৮৫ ডলার (৭৭ হাজার ৩৭১ টাকা) বা তার নিচে নেমে যেতে পারে। আর যদি তা হয়, তাহলে এ মূল্যবান ধাতুর দর ২০০৯ সালের পর সবচেয়ে কম হবে।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।