ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে ৬.৪ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
চীনে ৬.৪ মাত্রার ভূমিকম্প

ঢাকা: চীনের উত্তরাঞ্চলীয় প্রদেশ হেইলংজিয়াংয়ে শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৪।

তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) বলছে, এর মাত্রা ছিল ৫.৭।

শনিবার (০২ জানুয়ারি) স্থানীয় সময় রাত ১২টা ২২ মিনিটে হেইলংজিয়াংয়ের মুদানজিয়াং শহরে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানানো হয়েছে স্থানীয় সংবাদমাধ্যম শিনহুয়ার খবরে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল চীনের চাইহে থেকে ২৩ কিলোমিটার পূর্ব-উত্তর পূর্বে ভূপৃষ্ঠ থেকে ৫৮০ কিলোমিটার গভীরে।

এখন পর্যন্ত এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।