ঢাকা: ইরানের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে সৌদি আরব। সেই সঙ্গে ৪৮ ঘণ্টার মধ্যে ইরানি কূটনীতিকদের সৌদি ত্যাগেরও নির্দেশ দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
স্থানীয় সময় রোববার (০৩ জানুয়ারি) সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবেইর সরকারের তরফে এ ঘোষণা দেন।
শিয়া নেতা নিমর আল-নিমরসহ ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে শনিবার (০১ জানুয়ারি) এক বিবৃতিতে জানায় সৌদি সরকার। এর পরপরই তেহরানে সৌদি দূতাবাসে হামলা চালায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা। এ হামলার ঘটনাকে কেন্দ্র করেই দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার।
বাংলাদেশ সময়: ০৩০৮ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
আরএইচ
** মৃত্যুদণ্ড কার্যকর-দূতাবাসে হামলার নিন্দা রৌহানির
** তেহরানে সৌদি দূতাবাসে হামলা
** সৌদিকে ইরানের হুঁশিয়ারি
** সৌদি আরবে ৪৭ সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর