ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে ভারতীয় কনস্যুলেটে হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫০ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
আফগানিস্তানে ভারতীয় কনস্যুলেটে হামলা

ঢাকা: আফগানিস্তানের মাজার-ই-শরিফে ভারতীয় কনস্যুলেটে হামলা চালিয়েছে একদল অজ্ঞাত বন্দুকধারী।

রোববার (০৩ জানুয়ারি) স্থানীয় সময় দিনগত রাতে এ হামলার ঘটনা ঘটে বলে জানানো হয়েছে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে।



ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ জানিয়েছেন, হামলায় কোনো ভারতীয় হতাহত হননি। তবে আফগান বিশেষ বাহিনীর অভিযানে অন্তত দুই হামলাকারী নিহত হয়েছে।

এখন পর্যন্ত এ হামলার ঘটনায় কেউ দায় স্বীকার করে নেয়নি। আফগানিস্তান বা ভারতের পক্ষ থেকেও কোনো সন্দেহভাজন সংগঠনের নাম উল্লেখ করা হয়নি।

পাঞ্জাবে পাঠানকোট বিমানঘাঁটিতে হামলার পরদিনই এ হামলার ঘটনা ঘটলো। শনিবার (২ জানুয়ারি) এ হামলা হয়।

বাংলাদেশ সময়: ০৩৪৯ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।