ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অ্যান্টার্কটিক রিজ এলাকায় ৫.৩ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
অ্যান্টার্কটিক রিজ এলাকায় ৫.৩ মাত্রার ভূমিকম্প

ঢাকা: প্রশান্ত মহাসাগরীয় অ্যান্টার্কটিক রিজ বা শিলাস্তরের সেতুবন্ধ এলাকায় মাঝ‍ারি শক্তির এক ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৩।



বুধবার (০৬ জানুয়ারি) আন্তর্জাতিক সময় ভোর ৪টা ৫৮ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ১০টা ৫৮ মিনিট) এ কম্পন অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) বলছে, ভূকম্পনটির কেন্দ্র ছিল অ্যান্টার্কটিক অঞ্চলের আগ্নেয়গিরি মাউন্ট সিপল থেকে ২ হাজার ১৬৮ কিলোমিটার উত্তর-উত্তর পশ্চিমে ভূপৃষ্ঠ থেকে ১৪ দশমিক ৫ কিলোটিমার গভীরে। নিউজিল্যান্ডের মাস্টারটন এলাকা থেকে এ কেন্দ্রের দূরত্ব ৩ হাজার ৭৮১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।

অ্যান্টার্কটিক রিজ দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় এলাকায় সমুদ্রতলে অবস্থিত। এ সেতুবন্ধ প্রশান্ত মহাসাগরের প্যাসিফিক প্লেট ও অ্যান্টার্কটিক প্লেটকে বিভক্ত করেছে।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।