ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সন্দেহজনক প্যাকেজ পাওয়ায় বন্ধ জার্মান চ্যান্সেলরের কার্যালয়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
সন্দেহজনক প্যাকেজ পাওয়ায় বন্ধ জার্মান চ্যান্সেলরের কার্যালয়

ঢাকা: সন্দেহজনক প্যাকেজ পাওয়া যাওয়ায় সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের কার্যালয়।

বুধবার (০৬ জানুয়ারি) প্যাকেজটি পাওয়া যায় বলে জার্মান ফেডারেল পুলিশের এক মুখপাত্রের বরাত দিয়ে জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে।



তিনি বলেছেন, পুলিশ ওই সন্দেহজনক প্যাকেজের ব্যাপারে তদন্ত করছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, অ্যাঙ্গেলা মের্কেলের কার্যালয়ে হলুদ রঙের চারটি বাক্স পাওয়া গেছে। পুলিশ কার্যালয় সিল করে দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।