ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে শিকাগোগামী যাত্রীবাহী প্লেনের দিক পরিবর্তন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৬
যুক্তরাষ্ট্রে শিকাগোগামী যাত্রীবাহী প্লেনের দিক পরিবর্তন ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক থেকে শিকাগোগামী একটি যাত্রীবাহী প্লেন দিক পরিবর্তন করে ডেট্রয়েটে অবতরন করতে বাধ্য হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে শুক্রবার (০৮ জানুয়ারি) জানানো হয় স্থানীয় সংবাদমাধ্যমের খবরে।

এক নারী যাত্রী অপর কয়েকজন যাত্রীর ওপর চড়াও হলে প্লেনটি দিক পরিবর্তন করতে বাধ্য হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

খবরে জানানো হয়, ইউনাইটেড ফ্লাইট-৩৪৬১ এ ঘটনাটি ঘটে। ডেট্রয়েট মেট্রোপলিটন বিমানবন্দরে প্লেনটি অবতরনের পর হামলাকারী নারীকে আটক করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, অবতরনের কিছু সময় পরই ইউনাইটেড ফ্লাইট-৩৪৬১ ডেট্রয়েট বিমানবন্দর ত্যাগ করে এবং শিকাগোর উদ্দেশে রওনা হয়।

বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৬
আরএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।