ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফের গ্রেফতার ‘এল চ্যাপো’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৬
ফের গ্রেফতার ‘এল চ্যাপো’ ছবি: সংগৃহীত

ঢাকা: জেল পালানোর পর সবে ছয়মাস মুক্ত পৃথিবীর স্বাদ নিয়েছেন তিনি। এরই মধ্যে ফের গ্রেফতার হলেন মেক্সিকোর মাদক সম্রাট জোকুইন গুজম্যান ওরফে এল চ্যাপো।

এ নিয়ে তৃতীয়বারের মতো গ্রেফতার হলেন তিনি।

শনিবার (৯ জানুয়ারি) রাতে মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক ডেনা নিয়েটো এক টুইটার বার্তায় বলেছেন, মিশন শেষ। আমরা তাকে আটক করেছি।

এর আগে গত ১১ জুলাই মেক্সিকো সিটির ৫৫ মাইল পশ্চিমের কঠোর নিরাপত্তা বেষ্টিত হাইসিকিউরিটি আলটিপ্লানো কারাগার থেকে গায়েব হয়ে যান এল চ্যাপো। সে সময় দেশটির জাতীয় নিরাপত্তা বিভাগের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, কারাগারের নিরাপত্তা ক্যামেরাগুলোর নজরদারি থেকে হঠাৎ গায়েব হয়ে যান চ্যাপো। খোঁজাখুঁজি করতে গিয়ে তার কক্ষের ভেতরে ৩৩ ফুট গভীর একটি সিঁড়ি দেখতে পান নিরাপত্তারক্ষীরা। এই সুড়ঙ্গের দৈর্ঘ্য ছিল দেড় কিলোমিটার।

গুজম্যানের এ গ্রেফতারকে প্রেসিডেন্ট পেনা নিয়েতো ‘আইনের শাসনের জয়’ বলে মন্তব্য করে বলেছেন, এর মাধ্যমে প্রমাণ হলো অপরাধের বিরুদ্ধে লড়াই করতে পারে মেক্সিকো।

তিনি আরও জানান, সিনালোয়া অঙ্গরাজ্যের বন্দরনগরী লস মোকিসে সেনা, নৌ ও পুলিশ বাহিনীর এক যৌথ অভিযানে এল চ্যাপোকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ‘বন্দুকযুদ্ধে’ পাঁচজন নিহত হয়েছেন।

এর আগে গত জুলাইয়ে জেল পালানোর আগে ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে এল চ্যাপোকে দ্বিতীয় দফায় গ্রেফতার করা হয়। এ দফায় পালানোর পর তাকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করে মেক্সিকো সরকার। ঘোষিত অর্থের পরিমাণ ৬০ মিলিয়ন পেসো (২৯ কোটি ৭৬ লাখ টাকা)।

তার আগে ১৯৯৩ সালে প্রথমবারের মতো আটক করা হয় চ্যাপোকে। ২০০১ সালে একটি হাই সিকিউরিটি কারাগার থেকে লন্ড্রির ঝুড়িতে করে পালিয়েছিলেন তিনি।

এল চ্যাপো মেক্সিকোর কুখ্যাত মাদক চক্র সিনালোয়া কার্টেলের প্রধান। সিনালোয়া কার্টেল চোরাচালান, মাদক ও অর্থপাচারসহ বিভিন্ন অপরাধে জড়িত কুখ্যাত একটি আন্তর্জাতিক চক্র। আন্তর্জাতিক মাফিয়া চক্রে অত্যন্ত প্রভাবশালী চ্যাপো মাদক পাচারের আয় দিয়েই ফোর্বস ম্যাগাজিনে বিলিওনারদের তালিকায় উঠে এসেছিলেন।

যুক্তরাষ্ট্র ও মেক্সিকোভিত্তিক অন্ধকার জগতের নিয়ন্ত্রক হিসেবে এল চ্যাপো আলোচনায় আছেন দীর্ঘদিন। ২০১৪ সালে আটকের আগে যুক্তরাষ্ট্র তাকে ‘পাবলিক এনিমি’ আখ্যা দেয় এবং তাকে ধরিয়ে দিতে পাঁচ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করে। পারিবারিক জীবনে এই মাদক সম্রাট তার বিভিন্ন স্ত্রীর ১০ সন্তানের বাবা।

বাংলাদেশ সময়: ০৯৪৪ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৬
আরএইচ

** আবারো আলটিপ্লানো কারাগারে এল চ্যাপো

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।