ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মেঘালয়ে একটি মার্কেটে বিস্ফোরণে নিহত ২, আহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৬
মেঘালয়ে একটি মার্কেটে বিস্ফোরণে নিহত ২, আহত ৬

ঢাকা: ভারতের ইস্ট গারো পার্বত্য অঞ্চলের একটি মার্কেটে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দু’জন নিহত ও ছয়জন আহত হয়েছেন।



শনিবার (০৯ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ১টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১টা ৪৫ মিনিট) ইস্ট গারো হিলসের উইলয়ামনগর মার্কেটে ঘটনাটি ঘটে বলে জানানো হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে মেঘালয় পুলিশ।

এ ঘটনার পেছনে গারো ন্যাশনাল লিবারেশন আর্মির (জিএনএলএ) হাত থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। তবে ছোটখাট অন্যান্য জঙ্গি সংগঠনগুলোকেও সন্দেহের আওতায় রাখা হয়েছে।

এই অঞ্চলে ছোটবড় অন্তত ১০টি জঙ্গি সংগঠন সক্রিয় রয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৬/আপডেট: ১৫৪২ ঘণ্টা
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।