ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ঘন কুয়াশা

ভারতের উত্তরাঞ্চলে ৭১ ট্রেনের যাত্রা বাতিল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
ভারতের উত্তরাঞ্চলে ৭১ ট্রেনের যাত্রা বাতিল

ঢাকা: ঘন কুয়াশায় দৃষ্টিসীমা নিচে নেমে যাওয়ায় ভারতের উত্তরাঞ্চলে ৭১টি ট্রেনের যাত্রা বাতিল করেছে কর্তৃপক্ষ। এছাড়া দিল্লি অভিমুখী ১০টি ট্রেন বিলম্বিত হওয়ার কথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।



কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার (১২ জানুয়ারি) স্থানীয় সময় ভোর সাড়ে ৫টায় দৃষ্টিসীমা এক হাজার মিটারে থাকলেও সকাল সাড়ে ৮টা নাগাদ তা ৬শ’ মিটারে নেমে আসে। এতে ট্রেন যাত্রায় বিঘ্ন ঘটে।

তবে কুয়াশায় দিল্লি বিমানবন্দরে কোনো প্লেনের ওঠানামায় বিঘ্ন ঘটেনি বলে জানা গেছে।

সকাল সাড়ে ৮টায় দিল্লিতে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস তামপাত্রা রেকর্ড করা হয়। এ সময় বাতাসে আদ্রর্তা ছিল ৯৫ শতাংশ।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।