ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে পাকিস্তান কনস্যুলেটে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
আফগানিস্তানে পাকিস্তান কনস্যুলেটে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬ ছবি: সংগৃহীত

ঢাকা: আফগানিস্তানে পাকিস্তান কনস্যুলেটে আত্মঘাতী বোমা হামলা ও বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত দু’জন।



বুধবার (১৩ জানুয়ারি) দেশটির জালালাবাদ এলাকায় অবস্থিত পাকিস্তান কনস্যুলেটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে। এ এলাকায় ভারত ও ইরানের কনস্যুলেটও অবস্থিত।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নজিব দানিশ বলেছেন, হামলায় নিহতদের মধ্যে দু’জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। বোমা হামলা ছাড়াও একই সময় বন্দুক হামলার ঘটনাও ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার সময় ব্যাপক গোলাগুলি ও কয়েক দফায় বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, কনস্যুলেটের ভেতরে তিন হামলাকারী এখনও অবস্থান করছে। পুলিশের সঙ্গে তাদের গুলি বিনিময় চলছে।

এখন পর্যন্ত এ ঘটনায় কোনো সংগঠন দায় স্বীকার করে নেয়নি।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
আরএইচ

** আফগানিস্তানে পাকিস্তান কনস্যুলেটে হামলায় ২ পুলিশ নিহত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।