ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সেই ১০ মার্কিন নাবিককে মুক্তি দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
সেই ১০ মার্কিন নাবিককে মুক্তি দিল ইরান ছবি: সংগৃহীত

ঢাকা: ইরানের জলসীমায় অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক যুক্তরাষ্ট্রের সেই ১০ নাবিককে মুক্তি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) ফারসি দ্বীপ এলাকা থেকে আটকের পর বুধবার (১৩) ‍জানুয়ারি) দুপুরে তাদের মুক্তি দেওয়া হয়।



পারস্য উপসাগরে নিজেদের জলসীমায় ঢুকে পড়ার দায়ে ওই ১০ মার্কিন নাবিককে আটক করেছিল ইরানের রেভোল্যুশনারি গার্ড। ওয়াশিংটন-তেহরান আলোচনার পর রেভোল্যুশনারি গার্ড ওই নাবিকদের ছেড়ে দেয়।

রেভোল্যুশনারি গার্ডের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, অনুপ্রবেশের ঘটনায় যুক্তরাষ্ট্র দুঃখ প্রকাশ করেছে। এ কারণে নাবিকদের ছেড়ে দেওয়া হয়েছে।

নাবিকরা আটক হওয়ার পর মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদরদফতর পেন্টাগনের মুখপাত্র পিটার কুক জানান, ১০ নাবিককে বহনকারী তাদের দু’টি নৌকা যান্ত্রিক ত্রুটির শিকার হয় এবং ইরানের জলসীমায় ঢুকে পড়ে। এসময় ওই ১০ নাবিককে আটক করে ফারসি দ্বীপে নিয়ে যায় রেভোল্যুশনারি গার্ড।

তৎক্ষণাৎ তেহরানের পক্ষ থেকে বলা হয়, মার্কিন নাবিকরা ইরানের জলসীমায় নাক গলিয়ে কিছু একটার সন্ধান করছিল। তাদের ইরানের রেভোল্যুশনারি গার্ড সদস্যরা আটক করেছে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।