ইসলামাবাদ: পাকিস্তানে আত্মঘাতি হামলার জন্য একটি নয় বছরের মেয়েকে অপহরণ করা হয়েছিল। সোহানা জাওয়াদ নামের এই মেয়েটিকে জঙ্গিরা সন্ত্রাসী হামলার জন্য জোরকরে বোমা জ্যাকেট পরিয়েছিল বলে জানায় পাকিস্তানের পুলিশ কর্তৃপক্ষ।
পুলিশ কর্তৃপক্ষ আরও জানায়, ‘সোহানা জাওয়াদকে কয়েকদিন আগে পেশোয়ার থেকে অপহরণ করে আফগান সীমান্তবর্তী এলাকায় নিয়ে যাওয়া হয়েছিল। ’
সোমবার পাকিস্তানের পুলিশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে অপহৃত সোহানা জাওয়াদ বলেন, ‘আমাকে জোর করে বোমা জ্যাকেট পরিয়ে দিয়ে কিছু সোনাবহিনীর সদস্যদের সামনে যেতে বলা হয়েছিল। কিন্তু আমি জ্যাকেটটি ছুড়ে ফেলে দৌড়ে পালিয়ে যাই। ’
‘স্কুল থেকে বাসায় ফিরে আসার পথে দুইজন মহিলা তাকে জোরকরে একটি গাড়িতে তুলে নিয়ে যায়। সে যাতে চিৎকার না করতে পারে সেজন্য অপহরণকারীদের মধ্যে একজন তার মুখে হাত চেপে ধরেছিল বলেও জানায় সোহানা জাওয়াদ। ’
পুলিশ অফিসার সালিম মারওয়াত বলেন, ‘সোহানাকে যে জ্যাকেটটি পরানো হয়েছিল সেটা ছিল একটি দূরনিয়ন্ত্রিত বোমা এবং জ্যাকেটটিতে নয় কিলোগ্রাম বিস্ফোরক ছিলো। ’
এদিকে পেশোয়ার প্রশাসন একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে তাদের কাছে কোনো মেয়ে নিখোঁজ হয়েছে এমন অভিযোগ নেই। এমনকি এখানে সোহানা জাওয়াদ নামে কোনো মেয়ের ঠিকানাও পাওয়া যায়নি বলে জানায়।
সারাবিশ্বেই আত্মঘাতি হামলায় মেয়ে ব্যবহারের হার খুবই কম।
দীর্ঘদিন ধরেই পাকিস্তানের বিভিন্ন জঙ্গি সংগঠন আত্মঘাতি হামলার জন্য তরুণ ছেলেদের সংগ্রহ করে থাকে।
বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, ২১ জুন, ২০১১