ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

বুর্কিনা ফাসোর হোটেলে বন্দুকধারীদের হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:২১, জানুয়ারি ১৬, ২০১৬
বুর্কিনা ফাসোর হোটেলে বন্দুকধারীদের হামলা ছবি: সংগৃহীত

ঢাকা: আফ্রিকান দেশ বুর্কিনা ফাসোর রাজধানী উয়াগাদুগুর একটি হোটেলে মুখোশধারী বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এতে একাধিক ব্যক্তি নিহত হয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।



প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, দেশটির স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ৭টায় হোটেলটির বাইরের দিকে প্রথমে দু’টি গাড়ি বোমা হামলা চালানো হয়। তিন থেকে চার মুখোশধারী হামলাকারী এ হামলায় অংশ নেয়। চার তারা এ হোটেলটিতে জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলোর নাগরিকরা বুকিং নিয়ে থাকে।

পার্শ্ববর্তী ক্যাপাচিনো ক্যাফের এক স্টাফ ফরাসি একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছে, হামলায় একাধিক ব্যক্তি নিহত হয়েছেন। হামলাকারীরা একাধিক ব্যক্তিকে হোটেলটির ভেতরে জিম্মি করেছে বলে স্থানীয় একটি সংবাদ মাধ্যম জানায়।
একটি জিহাদ পর্যবেক্ষক দল এ ঘটনায় আল কায়েদার ইসলামি মাগরেবকে দায়ী করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলার পর হামলাকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে গোলাগুলির শব্দ শোনা গেছে।

বাংলাদেশ সময়: ০৬২১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।