সিডনি: অস্ট্রেলিয়ার দুটি প্রধান বিমানবন্দরের সমস্ত ফ্লাইট প্রত্যাহার করা হযেছে। দেশটির দক্ষিণাঞ্চলে চিলির পুয়েহুয়ে আগ্নেয়গিরি হতে নির্গত ছাই মেঘ বাতাসে ছড়িয়ে পড়ায় কানতাস এবং ভারজিন সিডনি নামের দুটি বিমানবন্দর ৪৮ ঘণ্টার জন্য বন্ধ করা হয়েছে।
গত সপ্তাহে একই ঘটনায় অস্ট্রেলিয়াতে কয়েক হাজার লোক আটকা পড়েছিল। আবারও সেই একই ঘটনা যেন না ঘটে সেজন্য আগেভাগেই অ্যাডেলাইট বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে এবং ক্যানবেরা বিমানবন্দরটিও যেকোনো মুহুর্তে বন্ধ করা হতে পারে। ছাই না কমা পর্যন্ত ফ্লাইট চলাচল অনিশ্চিত।
চিলির পুয়েহুয়ে কর্ডন কলের আগ্নেয়গিরি থেকে দ্বিতীয়বারের মত ছাইমেঘ নির্গত হচ্ছে।
বিমানবন্দরে আটকে পড়া বিমানযাত্রী সিমন অ্যাবেল জানান, ‘আমাকে গাড়িভাড়া বাবদ ৭৫০ অস্ট্রেলিয়ান ডলার গুণতে হয়েছে। যা খুবই ব্যয়বহুল। ’
কানতাসের মুখপাত্র অলিভিয়া রিথ সাংবাদিকদের জানান, ‘আমরা বুধবার পর্যন্ত ২০০টি বিমান না উড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতিতে বিমান চলাচল সম্ভব নয়। এ অবস্থায় বিমান চলাচলের যে ঝুঁকি থাকে তা মোকাবিলার প্রস্তুতি আমাদের নেই। ’
ছাইমেঘ চিলির আকাশসহ আশপাশ অঞ্চলের ৬-১৩ কিলোমিটার ওপর পর্যন্ত ছড়িয়েছে বলে খবর পাওয়া গেছে।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জুন ২১, ২০১১