ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নিউজিল্যান্ডে পর্যটকবাহী জাহাজে অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
নিউজিল্যান্ডে পর্যটকবাহী জাহাজে অগ্নিকাণ্ড

ঢাকা: নিউজিল্যান্ডের ওয়াকাতান উপকূলে একটি পর্যটকবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।



দেশটির পুলিশের উত্তরাঞ্চলীয় যোগাযোগ ব্যবস্থাপনা কেন্দ্রের এক কর্মকর্তা জানান, বিকেল পৌনে চারটার দিকে উদ্ধারের সাহায্য চেয়ে আমাদের কাছে ফোন আসে। জাহাজটিতে ৫০ জনের বেশি আরোহী ছিল বলেও জানিয়েছে ‍পুলিশ।

এক ভিডিও ফুটেজে দেখা যায়, জাহাজটির পেছনের অংশে আগুন জ্বলছে। এ সময় জাহাজটির ওপর মানুষের অবস্থান দেখা যায়।

এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় আটকে পড়া পর্যটকদের উদ্ধারে একটি উদ্ধারকারী জাহাজ পাঠানো হয়। পিজে৪ নামে ওই জাহাজের মাধ্যমে তাদের তীরের দিকে নিয়ে আনা হয় বলে জানিয়েছে নিউজিল্যান্ড হেরাল্ড।

বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।