ত্রিপোলি: ন্যাটো লিবিয়ায় অভিযানরত একটি ড্রোন হেলিকপ্টার হারিয়েছে বলে জানায় ন্যাটো মুখপাত্র।
ন্যাটো বাহিনীর উইং কমান্ডার মাইক ব্র্যাকেন বলেন, ‘নেপলসের ন্যাটো কমান্ড সেন্টার নামহীন একটি ড্রোন বিমানের সাথে যোগাযোগ করতে পারছে না।
ন্যাটোর একটি অ্যাপাচি হেলিকপ্টারকে গুলি করে ভূপাতিত করা হয়েছে এই খবর লিবিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার হবার পরপরই এই ঘোষণা দেয় ন্যাটো কর্তৃপক্ষ।
এর আগে লিবিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হবার দৃশ্য সম্প্রচার করা হয়। বলা হয়, মুয়াম্মার গাদ্দাফির অনুগত বাহিনী জিতানের পশ্চিমাংশে ওই বিমানটিকে গুলি করে ভূপাতিত করে।
যদিও কমান্ডার ব্র্যাকেন বলেন, ‘আমাদের কোনো যুদ্ধ বিমান হারিয়ে যায়নি। ’
‘আমাদের এই ড্রোন বিমানটি গোয়েন্দা তথ্য এবং লিবিয়াতে মুয়াম্মার গাদ্দাফি বাহিনীর উপর নজর রাখতো। কেন আমরা ওই বিমানটির সাথে যোগাযোগ করতে পারছিনা সেটা আমরা খুজে দেখার চেষ্টা করছি। কিন্তু আমাদের কোনো যুদ্ধ বিমান হারাইনি বলেও জানান কামান্ডার। ’
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ২১ জুন, ২০১১