লন্ডন: স্কটল্যান্ড ইয়ার্ড এবং এফবিআই-এর যৌথ তদন্তে ওয়েবসাইট হ্যাকিং এর অপরাধে সোমবার একজন কিশোরকে আটক করা হয়েছে। ওই কিশোরকে উয়িকফোর্ড এসেক্সের বাড়ি থেকে তল্লাশি চালিয়ে আটক করা হয়।
‘লালজ সিকিউরিটি হ্যাকারস’-এর আক্রমণের কারণে সোমবার লন্ডনের সিরিয়াস অর্গানাইজড ক্রাইম এজেন্সি (সোকা) তাদের ওয়েবসাইটি বন্ধ পায়। তবে এই কারণেই যে ওই বালককে আটক করা হয়েছে স্কটল্যান্ড ইয়ার্ড তা নিশ্চিত করে নি। ‘লালজ সিকিউরিটি হ্যাকারস’ গ্রুপ ওই কিশোর ওই দলের সদস্য ছিল এ দাবি প্রত্যাখান করছে।
এই অভিযান সম্পর্কে বলা হয়েছে, গোয়েন্দাদের নেতৃত্বে এসেক্সের ওই বাড়িতে তল্লাশি পূর্ব পরিকল্পিত ছিল।
কম্পিউটারের অপব্যবহার এবং প্রতারণার আইন অনুসারে ওই কিশোরেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে মধ্য লন্ডনের একটি পুলিশ স্টেশনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মেট্রোপলিটন পুলিশের অপরাধ বিভাগ ওই কিশোরকে গ্রেপ্তার করেছে।
স্কটল্যান্ড ইয়ার্ডের মুখপাত্র জানান, উয়িকফোর্ড এসেক্সের বাড়ির ঠিকানায় তল্লাশি চালিয়ে ওই বালককে আটক করা হয়েছে এবং তার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ সরজ্ঞামাদি পাওয়া গেছে। এসব উপকরণ পরীক্ষা করা দেখা হচ্ছে।
স্কটল্যান্ড ইয়ার্ড এফবিআই এবং এসেক্সে পুলিশের সঙ্গে সহযোগিতা করেছে।
এফবিআইয়ের একজন মুখপ্রাত্র জানান, এই মহুর্তে তিনি কোন মন্তব্য করবেন না।
বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, জুন ২১, ২০১১