নিউ ইয়র্ক: জাতিসংঘের মহাসচিব হিসেবে বান কি-মুন দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে মঙ্গলবার সাধারণ পরিষদের বৈঠকে সর্বসম্মতিক্রমে আরও পাঁচ বছরের জন্য তাকে মহাসচিব নির্বাচিত করা হয়।
২০১২ সালের জানুয়ারি মাস থেকে তার দ্বিতীয় মেয়াদের দায়িত্ব শুরু হবে। শেষ হবে ২০১৬ সালে। দক্ষিণ কোরিয়ার সাবেক এ পররাষ্ট্রমন্ত্রী ২০০৭ সালে কফি আনানের উত্তরসূরী হিসেবে প্রথম দফা জাতিসংঘের দায়িত্ব নেন।
এর আগে গত শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ৬৭ বছর বয়সী মুনকে মহাসচিব পদে দ্বিতীয় বারের মতো মনোনয়ন দিতে সর্বসম্মতিক্রমে সুপারিশ করে।
এদিকে বান কি-মুন পুনরায় মহাসচিব নির্বাচিত হওয়ায় জাতিসংঘের মার্কিন দূত সুসান রাইস তাকে অভিনন্দন জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, জুন ২২, ২০১১