ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেনে কারাগার থেকে পালিয়েছে ৪০ আল কায়েদা জঙ্গি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, জুন ২২, ২০১১
ইয়েমেনে কারাগার থেকে পালিয়েছে  ৪০ আল কায়েদা জঙ্গি

সানা: দক্ষিণ ইয়েমেনের একটি কারাগার থেকে বুধবার প্রায় ৪০ জন আল-কায়েদা জঙ্গি পালিয়ে গেছে। কর্মকর্তরা এ তথ্য জানিয়েছেন।



তারা জানান, জঙ্গিরা মুখালার ওই কারাগারে আক্রমণ করলে বন্দিরা যাদের মধ্যে সন্দেহভাজন জঙ্গিও রয়েছে কারাগারের বাইরে বেরিয়ে আসে।
 
পালিয়ে আসা প্রায় ৪০ জন বন্দির মধ্যে বেশির ভাগই সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ কারাভোগ করছিলেন এবং অনেকের বিচার প্রক্রিয়া চলছিল।

ইয়েমেনে এক মাস ধরে চলা সরকার বিরোধী বিক্ষোভে আল-কায়েদার সংশ্লিষ্টতা রয়েছে বলে ধারণা করা হয়।
 
নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, বুধবারের এই হামলায় একজন নিরাপত্তা কর্মকর্তাও নিহত হয়েছে।

চিকিৎসকদের একটি সূত্র জানায়, আরো দুজন নিরাপত্তা কর্মকর্তা আহত হয়েছে এবং বেশ কয়েকজন জঙ্গিও আহত হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জুন ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।