ইউ: ই-কোলি প্রাদূর্ভাবের তিন সপ্তাহ পর ইউরোপের দেশগুলো থেকে সবজি আমদানি না করার নিষেধাজ্ঞা তুলে নিলো রাশিয়া।
ই-কোলির বিস্তার লাভের শুরুতেই রাশিয়া ইউরোপ থেকে সকল প্রকার সবজি আমদানি নিষিদ্ধ করে দেয়।
রাশিয়ার ঘোষণার পরপরই ইউরোপিয় কমিশন জানায় তারা এ সপ্তাহের মধ্যেই সবজি রপ্তানি শুরু করতে পারবে বলে আশাবাদি।
মঙ্গলবার ইউরোপিয়ান কমিশনের স্বাস্থ্য বিষয়ক কমিশনার জন দাল্লি রাশিয়াতে সফরকালে রাশিয়ার কর্তৃপক্ষের সাথে সবজি আমদানি-রপ্তানি বিষয়ক এক চুক্তি স্বাক্ষরিত হয়।
কমিশনের স্বাস্থ্য বিষয়ক মুখপাত্র ফ্রেড্রিক ভিনসেন্ট বলেন, ‘আমরা অতিদ্রুত সবজি পুনরুৎপাদনের দিকে যাচ্ছি। ইউরোপে উৎপাদিত প্রতিটি সবজি কঠোর মাননিয়ন্ত্রনের পরই রাশিয়ায় পাঠানো হবে। ’
চলতি বছরে ই-কোলি প্রাদূর্ভাবে বিশ্বে প্রায় তিন হাজারেরও বেশি মানুষ মারা যায়।
ইউরোপিয় কমিশন ইউরোপের চাষিদের ২১০ মিলিয়ন ইউরো অর্থসহায়তা প্রস্তাব দিয়েছে। যেসকল চাষি নাটকীয়ভাবে এই ক্ষতির সম্মুখীন হয়েছেন তারাই এ অর্থ সহায়তা পাবেন বলে জানায় ইউ কর্তৃপক্ষ।
রাশিয়া ইউরোপ থেকে প্রতিবছর ৬০০ মিলিয়ন ইউরো মূল্যের সবজি ক্রয় করে থাকে।
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ২২ জুন, ২০১১