ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লিওন প্যানেট্টা মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হচ্ছেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, জুন ২২, ২০১১
লিওন প্যানেট্টা মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হচ্ছেন

ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান লিওন প্যানেট্টাকে মনোনীত করেছে সিনেট।

এসময় সিআইএর প্রধানের দায়িত্ব পালনকালে তার ভূমিকার প্রশংসা করে সিনেটের সদস্যরা।

ওয়াশিংটন সময় মঙ্গলবার  সিনেটের ১০০ জন সদস্যই প্যানেট্টাকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বের জন্য মনোনীত করেন।

এছাড়া সিনেটররা আল কায়েদার প্রধান ওসামা বিন লাদেনকে ধরা ও হত্যা করার জন্যও প্যানেট্টার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। গত ২ মে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে লাদেনকে হত্যা করা হয়।

সিনেটের সশস্ত্র সার্ভিস কমিটির চেয়ারম্যান ডেমোক্রাট দলীয় সদস্য কার্ল লেভিন বলেন, ‘প্রতিরক্ষামন্ত্রী হিসেবে লিওন প্যানেট্টার মনোনয়ন অত্যন্ত বিবেচনাসম্পন্ন ও বলিষ্ঠ সিদ্ধান্ত। ’

রিপাবলিকানদলীয় প্রভাবশালী সিনেটর জন ম্যাককেইন বলেন, ‘সিআইএ পরিচালক হিসেবে প্যানেট্টার অভিজ্ঞতা ও সামর্থ্য আমাদের চলমান তিনটি সংঘর্ষে (ইরাক, আফগানিস্তান ও লিবিয়া) লক্ষ্য অর্জনের ক্ষেত্রে নিশ্চিয়তা দিতে পেরেছে। ’

বিদায়ী প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটসের সঙ্গে বৈঠকে প্যানেট্টা বলেন, তিনি আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পক্ষে। গেটস আগামী সপ্তাহে ৭৩ বছরে এ পা দেবেন।

বুধবার প্রেসিডেন্ট বারাক ওবামা আফগানিস্তান থেকে অন্তত ১০ হাজার সেনা প্রত্যাহারের বিষয়ে তার পরিকল্পনা ঘোষণা করবেন।

আগামী ১ জুলাই প্যানেট্টা আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, জুন ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।