সিউল: পশুখাদ্যে অ্যান্টিবায়োটিক মেশানো সম্পূর্ণ নিষিদ্ধ করার পরিকল্পনা করেছে দক্ষিণ কোরিয়া। এ সিদ্ধান্ত আগামী জুলাই থেকে কার্যকর করা হবে বলে সরকারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে দেশটির ইয়োনহাপ বার্তা সংস্থা।
এই সিদ্ধান্তের ফলে প্রাণীজ খাদ্যে ভোক্তাদের আস্থা ফিরবে বলে আশা করা হচ্ছে।
দ.কোরিয়ায় খামার শিল্পের একজন কর্মকর্তা বলেন, পশুখাদ্য উৎপাদনের আইন পুনর্মূল্যায়ন সাপেক্ষে সরকার পশুখাদ্যে অ্যান্টোবায়োটিক ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করতে যাচ্ছে। এ নতুন আইন স্থানীয় মাংস ও দুগ্ধজাত খাদ্যের নিরাপত্তা বাড়াবে। ’
এর আগে ২০০৫ সালে দক্ষিণ কোরিয়া পশুখাদ্যের সঙ্গে মোট ৪৪ ধরনের অ্যান্টিবায়োটিক মেশানোর অনুমতি দিয়েছিল। যদিও পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে পরে বিজ্ঞানীদের পক্ষ থেকে সতর্ক করার পর পর্যায়ক্রমে এ বৈধতার তালিকা ছোট করে আনা হয়েছে।
দেশটির প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন আইন অনুযায়ী ৮ ধরনের অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিষিদ্ধ হবে। এর মধ্যে একটি অনুজীব প্রতিরোধকও রয়েছে।
মন্ত্রণালয় থেকে আরো জানানো হয়, এ আইন কার্যকর হওয়ার পর কেউ এর ব্যত্যয় ঘটালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে পশুরোগ বিশেষজ্ঞদের পরামর্শক্রমে অসুস্থ পশুর জন্য কিছু অ্যান্টিবায়োটিক ব্যবহারের অনুমতি থাকবে।
বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, জুন ২২, ২০১১