ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদি নারীদের প্রশংসা করলেন হিলারি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৩ ঘণ্টা, জুন ২২, ২০১১

ওয়াশিংটন: গাড়ি চালানোর অধিকার দাবিতে প্রচারাভিযান চালানোকে সাহসী পদক্ষেপ আখ্যা দিয়ে সৌদি নারীদের প্রশংসা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর বৈধতার দাবিতে চলমান প্রচারাভিযানের বিষয়ে জনসমক্ষে করা প্রথম মন্তব্যে হিলারি বলেন, উগ্র রক্ষণশীল রাজতন্ত্রের নারীরা তাদের প্রাপ্র্য ‘ন্যায্য’ অধিকারের জন্য লড়ছেন।

 

সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর ওপর সরকারি নিষেধাজ্ঞার রয়েছে। গত মাসে মানাল আল-শেরিফ নামে এক নারী রাজপথে তার গাড়ি চালানোর ভিডিও চিত্র ইন্টারনেটে প্রকাশ করার পর গ্রেপ্তার হন।

গত শুক্রবার এ আইনের প্রতিবাদে বহুসংখ্যক নারী প্রকাশ্যে রাজপথে নেমে আসেন।

প্রচারণার বিষয়ে জানতে চাইলে হিলারি ওই গ্রেপ্তারের ঘটনা উল্লেখ করে বলেন, এই নারীরা যা করছেন তা সাহসের এবং তারা যা চাচ্ছেন তা ‘ন্যায্য’।   তিনি আরো বলেন, ‘আমি এতে খুশি হয়েছি এবং আমি তাদের সমর্থন করি। ’

তবে সৌদি আরবের অভ্যন্তরীণ বিষয়ে কোনো মন্তব্য করতে চান বলেও উল্লেখ করেন হিলারি।

উল্লেখ্য, সৌদি আরব মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ট মিত্র।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, জুন ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।