ওয়াশিংটন: আফগানিস্তান থেকে ৩৩ হাজার সৈন্য প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
এর মধ্যে ১০ হাজার সৈন্য চলতি বছর ও বাকি ২৩ হাজার সৈন্য ২০১২ সালের সেপ্টেম্বরের মধ্যে পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে।
বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউস থেকে দেওয়া এক ভাষণে বারাক ওবামা সেনা প্রত্যাহারের এ ঘোষণা দেন।
বস্তুত মাসব্যাপী কৌশল পর্যালোচনার পর বারাক ওবামা এ ঘোষণা দিলেন।
এর আগে ২০০৯ সালের শেষ দিকে আফগানিস্তান থেকে মার্কিন সেনা কমানোর ব্যাপারে একটি রূপরেখা তৈরি করা হয়।
তবে কমান্ডাররা যেভাবে পরামর্শ দিয়েছিলেন তার চেয়েও দ্রুত ও বেশি সংখ্যক সৈন্য প্রত্যাহার করা হচ্ছে।
৯/১১ এর পর থেকে আল-কায়েদা নেতারা এখন বেশি চাপের মধ্যে রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এরই মধ্যে অর্ধেকের বেশি আল-কায়েদা নেতাদের আটক করা হয়েছে। তারা এখন পরাজয়ের দ্বারপ্রান্তে। আমরা তাদের পরাজিত না করে ছাড়ব না। ’
এ সময় তিনি আরও বলেন, ‘তালেবানদের দমনে আমরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হলেও তাদের বেশ কয়েক শীর্ষ নেতাকে দমন করা সম্ভব হয়েছে। ’
বারাক ওবামা বলেন, ‘ সেনাদের এখন দেশে এসে জাতি গঠনের কাজে মনোযোগ দেয়ার সময়।
ওয়াশিংটনে বিবিসির সাংবাদিক পল অ্যাডামস বলেছেন, ওবামার এ ভাষণ আমেরিকানদের নিশ্চিত করেছে যে যুদ্ধের প্রবণতা কমে গেছে।
ইরাক ও আফগানিস্তানে ৬ হাজার মার্কিন সেনা নিহত হওয়ার পাশাপাশি যুদ্ধে ১ ট্রিলিয়ন মার্কিন ডলার খরচ হয়েছে।
বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, জুন ২৩, ২০১১