প্যারিস: আফগানিস্তান থেকে ৪ হাজার সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ফ্রান্স। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বৃহস্পতিবার আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পরপরই ফ্রান্সের প্র্রেসিডেন্ট নিকোলাস সারকোজি এ ঘোষণা দিলেন।
এক বিবৃতিতে বলা হয়, ফ্রান্স সরকার যুক্তরাষ্ট্র ঘোষিত সময়সীমার মধ্যেই সব সেনা প্রত্যাহার করবে।
ওবামার ঘোষণা অনুযায়ী আফগানিস্তান থেকে প্রত্যাহারের ৩৩ হাজার সেনার মধ্যে চলতি বছরে ১০ হাজার সৈন্য এবং বাকি ২৩ হাজার সেনা ২০১২ সালের সেপ্টেম্বরের মধ্যে পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে।
আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই ওবামা এবং সারকোজির এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন।
অপরদিকে, আফগান তালেবানরা এটাকে লোক দেখানো বলে অভিহিত করেছে। সব বিদেশি সেনা আফগানিস্তান না ছাড়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া হবে বলেও হুমকি দিয়েছে তারা।
যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে ৩৩ হাজার সেনা প্রত্যাহার করা হলেও সেখানে থাকবে আরও ৬৮ হাজার মার্কিন সেনা। এই বিপুল সংখ্যক সেনা ২০১৩ সালের মধ্যে ফিরিয়ে নেওয়ার কথা ছিল। আফগানিস্তানের প্রতিরক্ষা বাহিনী অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় যখন নিজেদের উপযুক্ত মনে করবে তখনই মার্কিন বাহিনী চলে যাবে বলেও তখন মার্কিন প্রশাসন থেকে জানানো হয়েছিল।
প্রসঙ্গত, আফগানিস্তানে যুদ্ধ পরিচালনা করতে প্রতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের ব্যয় হয় ২০০ কোটি ডলারেরও বেশি। জনগণের দেওয়া ট্যাক্সে এই বিপুল পরিমান অর্থ ব্যয় নিয়ে কংগ্রেস সদস্যরা কটূক্তি করার পরই ওবামা সেনা প্রত্যাহারের এ সিদ্ধান্ত নেন বলেও ধারণা করা হয়।
অপরদিকে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন বাহিনীর হাতে আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রের সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের গতিপথও পরিবর্তন হয়ে গেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ২৩ জুন, ২০১১