ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

খাবার পানি বিশুদ্ধ করতে ‘সুপার স্যান্ড’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, জুন ২৩, ২০১১
খাবার পানি বিশুদ্ধ করতে ‘সুপার স্যান্ড’

ব্যাঙ্গালোর: বিজ্ঞানীরা সাধারণ বালু থেকে রাসায়নিকভাবে পরিবর্তিত এক বিশেষ ধরনের স্বচ্ছ বালু (সুপার স্যান্ড) তৈরি করেছেন যা দিয়ে পানি বিশুদ্ধ করা যাবে।

আমেরিকান কেমিক্যাল সোসাইটি‘র (এসিএস) একটি সাময়িকীতে সম্প্রতি এই তথ্য প্রকাশ পেয়েছে।

অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ের মানিক মজুমদার এবং তার সহকর্মীরা এই পদ্ধতির উদ্ভাবক।  

বালু একটি প্রাকৃতিক সম্পদ। যা পৃথিবীতে প্রচুর পরিমাণে রয়েছে। সাধারণ বালু পানি বিশুদ্ধ করার কাজে বিশেষ করে পৌর এলাকায়, পৃথিবীর সর্বত্রই ব্যবহৃত হয়ে থাকে।      

নতুন এই পদ্ধতিতে সাধারণ বালুকে বিশেষ প্রক্রিয়ায় পাঁচবার পরিবর্তনের মাধ্যমে স্বচ্ছ করে ‘সুপার স্যান্ড’ তৈরি করা হয়।

এসিএসের ‘অ্যাপ্লাইড ম্যাটেরিয়ালস অ্যান্ড ইন্টারফেসেস’ নামের ওই সাময়িকীতে বলা হয়েছে, এটা উন্নয়নশীল দেশগুলোর নিম্ম আয়ের মানুষের খুবই উপকারে আসবে।

উল্লেখ্য, উন্নয়নশীল দেশগুলোতে একশ কোটিরও বেশি মানুষ বিশুদ্ধ খাবার পানি পায় না।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, জুন ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।