ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আলাস্কায় সুনামি সতর্কতা, পরে প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, জুন ২৪, ২০১১
আলাস্কায় সুনামি সতর্কতা, পরে প্রত্যাহার

আলাস্কা: শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যালুশিয়ান দ্বীপপুঞ্জে স্থানীয় পর্যায়ে জারি করা সুনামি সতর্কতা প্রত্যাহার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমে এ খবর বেরিয়েছে।



মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) প্রাথমিক পর্যায়ে ভূমিকম্পটি রিখটার স্কেলে ৭ দশমিক ৪ মাত্রার বলে জানায়। তবে পরে ৭ দশমিক ২ বলে উল্লেখ করে।

তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আলাস্কা ভূমিকম্প তথ্য কেন্দ্র জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় (অস্ট্রেলীয় সময় শুক্রবার দুপুরে) ভূমিকম্পটি আঘাত হানে। অ্যালুশিয়ানের মধ্যাঞ্চলজুড়ে ভূ-কম্পন অনুভূত হয়।

আলাস্কার কিছু উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয় বলেও জানানো হয়। ডাচ পোতাশ্রয়ের উত্তর-পশ্চিমে ১৩০ বর্গকিলোমিটার ও অ্যাডাকের পশ্চিমে ২০০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে এ সতর্কতা জারি করা হয়। অবশ্য পরে তা প্রত্যাহার করে নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ইউএসজিএস একটি বিবৃতিতে জানিয়েছে, সরু মাছের বন্দর অ্যাটকার ১৬৩ কিলোমিটার পশ্চিমে ফক্স দ্বীপপুঞ্জে স্থানীয় সময় ৬টা ৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। অ্যালুশিয়ান দ্বীপপুঞ্জের একটি অংশ ফক্স দ্বীপপুঞ্জ।

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, জুন ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।