ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিশ্ব বাণিজ্যে যুক্তরাষ্ট্রকে টপকে ভারত দ্বিতীয়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, জুন ২৪, ২০১১
বিশ্ব বাণিজ্যে যুক্তরাষ্ট্রকে টপকে ভারত দ্বিতীয়

মুম্বাই: বিশ্ব বাণিজ্যে যুক্তরাষ্ট্রকে পিছনে ফেলে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ভারত। গত ৪০ বছর ধরে এ স্থানটি যুক্তরাষ্ট্রের একক দখলে ছিলো।

বিশ্বরাজনীতিতে এক নম্বর পরাশক্তি বাণিজ্যে এখন যুক্তরাষ্ট্র তৃতীয় আর ইউরোপের দেশগুলো মিলে মোটামুটি একটা অবস্থানে রয়েছে।

গত বৃহস্পতিবার প্রকাশিত ভারতের সিটি গ্রুপের একটি গবেষণা প্রতিবেদনে এমন তথ্য দিয়েছে।
 
বর্তমানে বিশ্ব বাণিজ্যে প্রথম স্থানে রয়েছে চীন।

গবেষণা প্রতিবেদন অনুযায়ী, ২০১০ সালে ভারত বিশ্ব বাজারে ৩৭ ট্রিলিয়ন মার্কিন ডলার বাণিজ্য করেছে। সে হিসাবে তারা প্রক্ষেপন করে দেখিয়েছে, ভারত ২০৩০ সালে বাণিজ্যে ১৪৯ ট্রিলিয়ন এবং ২০৫০ সালে ৩৭১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।

সিটি গ্রুপের প্রতিবেদনে বলা হয়, এশিয়ার উন্নয়নশীল দেশগুলো ২০১০ সালে বিশ্ব বাজারে বাণিজ্য করেছে ২৪ শতাংশ। ২০৩০ সালে তা ৪২শতাংশ এবং ২০৫০ সালে ৪৬ শতাংশ ছাড়িয়ে যাবে।

এদিকে বিশ্ব বাণিজ্যে পশ্চিম ইউরোপের দেশগুলো প্রভাব দিন দিন কমে যাচ্ছে। ১৯৯০ সালে তারা বিশ্ব বাজারে ৪৮ শতাংশ বাণিজ্য করলেও ২০১০ সালে তা কমে দাঁড়ায় ৩৪ শতাংশে। রিপোর্টে বলা হয়েছে, ২০৩০ সালে এ বাণিজ্যের হার ১৯ এবং ২০৫০ সালে ১৫ শতাংশে নেমে আসবে।  

গবেষণা বিশ্লেষণে আরও বলা হয়, ২০১০ সালে বিশ্ব বাণিজ্যের শীর্ষ দশ দেশের মধ্যে এশিয়ার দু’টি দেশের (চীন ও দক্ষিণ কোরিয়া) অবস্থান থাকলেও ২০৫০ সালে সেখানে অবস্থান করবে সাতটি দেশ। অন্যদিকে ইউরোপের দেশগুলোর মধ্যে শুধু জার্মানীই শীর্ষ দশে ঠাঁই পাবে।

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, জুন ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।