বৈরুত: সিরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে ১৫ ব্যক্তি নিহত হয়েছেন।
বিক্ষোভকারী শুক্রবার জুমার নামাজের পর প্রেসিডেন্ট বাশার আল আসাদের পদত্যাগের দাবিতে রাস্তায় নেমে এলে পুলিশের গুলিতে এ হতাহতের ঘটনা ঘটে।
মধ্য সিরিয়ার কাসওয়া, হোমস, হামা নগরী ও উত্তর-পূর্ব সিরায়ার নগর এমোদা ও কোয়াসিলিতে এ আন্দোলন শুরু হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।
আন্দোলনকারীদের স্থানীয় সহযোগিতাকারী কমিটি জানিয়েছে, শুক্রবার দামেস্কের নগরকেন্দ্র থেকে ৩ মাইল দূরে বারজাতে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৫ জন নিহত হন।
এছাড়া রাজধানীর শহরতলী আল কাসাওয়ায় পাঁচজন, হোমে চারজন এবং হামাতে একজন নিহত হন।
নিহতদের মধ্যে ১২ বছরের এবং ১৩ বছর বয়সী দু’জন বালকও রয়েছে।
তবে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন এ অভিযোগ অস্বীকার করে জানায়, কিছু অজ্ঞাত ব্যক্তি নিরাপত্তা বাহিনী ও আন্দোলনকারী বেসামরিকদের ওপর গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে।
এতে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও আহত হয় বলে জানায় রাষ্ট্রীয় টেলিভিশনটি।
অপরদিকে ইউটিউবে সিরিয়ার বিক্ষোভ সংশ্লিষ্ট নানা ভিডিও চিত্রে দেখা গেছে, ‘আসাদ তার বৈধতা হারিয়েছেন‘ বলে সেøাগান দিয়ে হাজার হাজার বিক্ষোভকারীকে বিভিন্ন নগরীর রাস্তা ও মহাসড়কে অবস্থান নিতে দেখা যায়।
উল্লেখ্য, গত মার্চে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর এক হাজার তিন শর বেশি মানুষ নিহত হয় এবং সহস্রাধিক লোককে আটক করা হয়।
বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, জুন ২৫, ২০১১