কাবুল: আফগানিস্তানের লোগার প্রদেশের একটি হাসপাতালে শনিবার আত্মঘাতী গাড়িবোমা হামলায় কমপক্ষে ৬০ জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা এ কথা জানিয়েছে।
হতাহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। বোমা হামলায় এক ডজনেরও বেশি লোক আহত হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
প্রাদেশিক কর্মকর্তা দীন মোহাম্মদ দারওয়াইস, নিহতের সংখ্যা বাড়তে পারার কারণ জানিয়ে বলেন, যেহেতু অনেকেই ইট-পাথরের নিচে চাপা পড়েছেন।
এ হামলার সরকারি কর্মকর্তারা তালেবানকে দায়ী করেছে। কিন্তু এর দায় অস্বীকার করে তালেবান মুখপাত্র বলেন, ‘তালেবান কখনো জনসমাগমের স্থানে হামলা চালায় না। নিজেদের এজেন্ডা বাস্তবায়নে কেউ এই হামলা চালিয়ে থাকতে পারে বলে তার দাবি।
জঙ্গিরা প্রায়ই আফগান সরকারি কর্মকর্তাদের পাশাপাশি বিদেশি সেনাদের লক্ষ্য করে হামলা পরিচালনা করে থাকে।
উদ্ধারকারী দল ধ্বংসস্তুপের নিচে আটকে পড়া হতাহতদের বের করে আনার চেষ্টা করছে।
দীন মোহাম্মদ আরো বলেন, আজরা জেলার ওই বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে বহু মানুষ এসেছিলেন। তাদের মধ্যে বেশিরভাগই ছিলেন নারী ও শিশু।
তবে হামলার উদ্দেশ্য পরিষ্কার বুঝা যাচ্ছে না।
বিবিসির বিলাল সারওয়ারি কাবুল থেকে জানান, আজরা জেলায় সরকারের নিয়ন্ত্রণ নেই বললেই চলে। পাকিস্তান সীমান্তবর্তী এই অঞ্চলটি জঙ্গি এবং পাচারকারীদের নিয়ন্ত্রণে রয়েছে।
উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে হামলার একদিন পর এই হামলার ঘটনা ঘটলো। ওই হামলায় ১০ জন নিহত এবং ২৪ জন আহত হয়েছিল।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জুন ২৫, ২০১১