কায়রো: বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ কোনো অর্থ ধার করবে না মিশর। সম্প্রতি বাজেট পুনর্বিবেচনা ও প্রক্ষেপিত ঘাটতি বাদ দিয়ে দেশটি এ সিদ্ধান্ত নিয়েছে।
শনিবার মিশরের অর্থমন্ত্রী সামির রাদোয়ান সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
মিশরে ২০১১-১২ অর্থ বছরের জন্য খসড়া বাজেটে জিডিপি ধরা হয়েছিল ১১ শতাংশ। পরে তা কমিয়ে ৮ দশমিক ৬ শতাংশ করা হয়।
এর কারণ হিসেবে অর্থমন্ত্রী জানান, বাজেট নিয়ে জাতীয় সংলাপে ও শাসক সেনাপরিষদ দেশে ঋণের পরিমাণ বেড়ে যাওয়ার আশঙ্কা করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, এই মুহূর্তে আমাদের আর ওই ব্যাংক ও তহবিলের কাছে অর্থ সাহায্য চাওয়ার প্রয়োজন নেই। সেই সঙ্গে তিনি এও বলেন, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হুসনি মোবারক এর আগে আইএমএফ’র কাছ থেকে ঋণ নিয়েছিল। তবে এ সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্র ভিত্তিক এই দুই অর্থনৈতিক সংস্থার সঙ্গে আমাদের সম্পর্কের কোনো অবনতি ঘটবে না। ’
এদিকে প্রস্তাবিত বাজেট সংশোধন সত্ত্বেও দেশটির সরকার আশা করছে, আগের জিডিপি’র চাইতে বড়জোর ৩ থেকে সাড়ে ৩ শতাংশ পিছিয়ে থাকবে দেশ। যদিও অর্থনীতিবিদরা এই প্রত্যাশাকে অনেকখানি আশাবাদী বলে বর্ণনা করছেন।
অবশ্য মিশর চলতি মাসেই আইএমএফ’র কাছ থেকে এক বছর স্থিতির (প্রথম এক বছর কোনো সুদ দিতে হবে না) শর্তে তিন হাজার কোটি ডলার ঋণ সুবিধা নিতে সম্মত হয়েছে। সরকার বলছে, এরকম ঋণের ক্ষেত্রে সাধারণত যেরকম শর্ত থাকে তার চেয়ে অনেক সহজ শর্তে তারা এ ঋণ নিচ্ছেন।
মিশরের মন্ত্রিসভা ১ জুন চলতি ২০১১-১২ অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট অনুমোদন দিয়েছে। এ বাজেটের এক চতুর্থাংশ ব্যয় করা হবে গরীব মানুুষদের সহায়তা এবং কর্মসংস্থান সৃষ্টিতে।
তবে গত বুধবার আবার এর সংশোধিত প্রস্তাব আনা হয়েছে। এতে আয়কর বৃদ্ধি ও জ্বালানিতে ভর্তুকি কমানোর দুটি প্রস্তাব যোগ করা হয়েছে।
ঘাটতি পূরণের জন্য আরব উপসাগরীয় দেশগুলো মিশরকে অর্থ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী রাদোয়ান।
তিনি বলেন, ইতোমধ্যে গত সপ্তাহে কাতার মিশরকে ৫০ কোটি ডলার অর্থ কোনো শর্ত ছাড়াই এককালীন উপহার হিসেবে দিয়েছে।
এর আগে সৌদি আরবও একই পরিমাণ অর্থ দেওয়ার কথা বলেছে বলে জানান মন্ত্রী।
তিনি জানান, প্রথামকি প্রস্তাবিত বাজেটের ১৭ হাজার কোটি মিশরীয় পাউন্ড বাজেট ঘাটতি নিয়ে মানবাধিকারকর্মী, লেখক, ব্যবসায়ী সম্প্রদায়, ট্রেড ইউনিয়ন এবং বেসরকারি সংগঠনগুলোর সঙ্গে তারা আলোচনা করেছেন।
বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, জুন ২৫, ২০১১