ঢাকা, শনিবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

আল্পস পর্বতে ৬ পর্বতারোহীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০০, জুন ২৬, ২০১১
আল্পস পর্বতে ৬ পর্বতারোহীর মৃত্যু

প্যারিস: আল্পস পর্বতের ফ্রান্স অংশে বরফ ও পাথর ধসে ৬ জন পর্বতারোহী নিহত হয়েছেন। রোববার ফরাসি কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে।



একজন পর্বতারোহী ভূমি থেকে ২ হাজার ৭০০ মিটার উচ্চতায় নেইগে কোরদিয়ার নামের চূড়ায় একজনের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। পরে তিনি স্থানীয় কর্তৃপক্ষকে এ খবর জানান।

স্থানীয় শহরের মেয়র জাভিয়ের ক্রেত জানিয়েছেন, ওই পর্বতারোহীরা দুইটি দলে পরস্পরে সঙ্গে দড়ি বেঁধে উপড়ে উঠছিলেন। পাথর এবং বরফের মিশ্র ধসের কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে অনুমান করা হচ্ছে।

তিনি আরো জানান, এরা সম্ভবত গত শনিবার নিহত হয়েছেন। মৃতদেহগুলো পার্বত্য এলাকা থেকে উদ্ধার করে ভিলার্দ দিঅ্যারেন গ্রামে আনা হয়েছে।

তবে, পর্বতারোহীরা কোন দেশের নাগরিক তা জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, জুন ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।