ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আত্মঘাতী হামলায় নারীদের ব্যবহার করছে তালেবান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, জুন ২৬, ২০১১
আত্মঘাতী হামলায় নারীদের ব্যবহার করছে তালেবান

ইসলামাবাদ: আত্মঘাতী বোমা হামলায় নারীদের ব্যবহারের কথা স্বীকার করেছে পাকিস্তান তালেবান। শনিবার পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পুলিশ স্টেশনে হামলায় এই প্রথমবার কোনো নারীকে ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে তারা।



শনিবার দেরা ইসমাইল খান পুলিশ স্টেশনের ভেতরে দুই হামলাকারীর মধ্যে একজন ছিলেন নারী। এই নারী আত্মঘাতী হামলার আগে গ্রেনেড এবং মেশিনগান থেকে গুলি ছুঁড়েছিল। ওই হামলায় ১০ জন নিহত হয়।
 
পাকিস্তান তালেবানের মুখপাত্র আহসানউল্লাহ আহসান জানান, ওই আত্মঘাতী হামলাকারীদের একজন নারী এবং অপর জন তার স্বামী।

তিনি আরো বলেন, ‘আত্মঘাতী হামলা চালিয়ে ওই নারী দেখিয়েছেন, তারা পাকিস্তানের নিরাপত্তাবাহিনীকে কতটা ঘৃণা করেন। ’

পাকিস্তানে আত্মঘাতী হামলায় নারীদের ব্যবহার করা হচ্ছে, গণমাধ্যমে এর আগেও একাধিকবার এ রকম খবর প্রকাশিত হয়েছে। কিন্তু এই প্রথম তালেবান এর সত্যতা স্বীকার করল।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, জুন ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।