লন্ডন: কৌশলগত বাণিজ্য সম্মেলন উপলক্ষ্যে চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও শনিবার যুক্তরাজ্য পৌঁছেছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে চীনের প্রতিনিধি দল ব্রিটিশ স্থানীয় সময় সকাল ৮টায় সেখানে পৌঁছে।
এই সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে সাক্ষাত করবেন জিয়াবাও। রোববার বার্মিংহামের কাছে লংব্রিজের এমজি গাড়ি তেরির কারখানা পরিদর্শন করবেন তিনি। ওই কারখানায় এমজি রোভার গাড়ি তৈরি হয়। তবে বর্তমানে এ কারখানাটি চীনের সাংহাই অটোমোটিভ ইন্ডাস্ট্রি কর্পোরেশনের মালিকানাধীন।
চীনের প্রতিনিধিদলের লন্ডন পৌঁছানোর কথা নিশ্চিত করে ব্রিটিশ পররাষ্ট্র্রমন্ত্রণালয়ের মুখপাত্র জানান, প্রতিনিধি দল বাণিজ্যমন্ত্রী স্টিফেন গ্রিন এবং বেইজিংএ নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত সেবাস্তিয়ান উডের সঙ্গে দেখা করেছেন।
এই সম্মেলন দুই দেশের মধ্যে নিয়মিত বার্ষিক বৈঠক। সর্বশেষ সম্মেলনটি গত বছর নভেম্বরে বেইজিংএ অনুষ্ঠিত হয়।
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করাই এই সম্মেলনের লক্ষ্য। জাপানকে টপকে চীন এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি হওয়ায় অনেক ইউরোপীয় কোম্পানি চীনে বিনিয়োগ আশা করছে। একই সঙ্গে ইউরোপেও চীনের বিনিয়োগ বাড়ছে।
ইউরোপের বাজারে অংশীদারিত্ব বাড়ানোর লক্ষ্যে এ মাসের প্রথম দিকে চীনের কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান লেনেভো জার্মানীর ইলেকট্রনিক পণ্যের খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান মেডিওন কিনে নিতে রাজি হয়েছে।
চীনে মধ্যবিত্ত শ্রেণীর সংখ্যা বাড়তে থাকায় বিলাসদ্রব্য প্রস্তুতকারী অনেক কোম্পানি চীনের বাজারের দিকে মনোযোগ দিচ্ছে।
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, জুন ২৬, ২০১১