আবুজা : নাইজেরিয়ার উত্তর-পূর্ব শহর মাইডুগুরিতে একটি বিয়ার গার্ডেনে বোমা হামলায় কমপক্ষে ২৫ জন মারা গেছেন এবং আহত হয়েছেন কয়েক ডজন। বিবিসি
সেদেশের কর্মকর্তারা ধারণা করছেন, ইসলামী জঙ্গি গোষ্ঠী বোকো হারাম এ হামলা চালিয়েছে।
কর্মকর্তারা জানান, রোববার রাতে দুই মোটরসাইকেল আরোহী এ হামলা চালান।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তা সংবাদ সংস্থা এএফপিকে বলেন, ‘যাদেরকে হামলাকারী মনে করা হচ্ছে, তারা বোকো হারামের সদস্য। তারা জনাকীর্ণ সরাইখানা লক্ষ্য করে তারা বোমা ও গুলি চালায়। ‘
এতে কমপক্ষে ২৫ ব্যক্তি নিহত এবং ৩০ ব্যক্তি গুরুতর আহত হন বলে দাবি করেন ওই পুলিশ কর্মকর্তা।
প্রত্যক্ষদর্শী ইমানুয়েল ওকোন এএফপিকে বলেন, ‘আমি তীব্র বিস্ফোরণের শব্দ শুনি। এরপরই শুরু হয় গুলি। ’
সম্প্রতি উত্তর-পূর্ব রাজ্য বোর্নোতে পুলিশকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল বোকো হারাম।
চলতি মাসের শুরুর দিকেও রাজধানী আবুজার পুলিশ সদর দপ্তরে বোমা হামলার দায় স্বীকার করে জঙ্গি গোষ্ঠীটি। এরা সাধারণত হামলাগুলোতে মোটর সাইকেল ব্যবহার করে।
২০০৯ এ মাইডুগুরিতে পুলিশ স্টেশনে হামলার পর বোকো হারামের নেতা মোহাম্মদ ইউসুফসহ কয়েক শ’ অনুসারীকে হত্যা করে নিরাপত্তা বাহিনী।
বাংলাদেশ সময়: ০৯৫৪, ঘণ্টা, জুন ২৭, ২০১১