ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ত্রিপোলির দক্ষিণ পশ্চিমাংশে ভয়াবহ সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, জুন ২৭, ২০১১
ত্রিপোলির দক্ষিণ পশ্চিমাংশে ভয়াবহ সংঘর্ষ

ত্রিপোলি: লিবিয়ার রাজধানী ত্রিপোলির দক্ষিণ পশ্চিমাঞ্চলে গাদ্দাফি বাহিনীর সঙ্গে বিদ্রোহী বাহিনীর ভয়াবহ সংঘর্ষের খবর পাওয়া গেছে।
 
নাফুজা পাহাড়ে অবস্থানরত বিদ্রোহী দলের এক মুখপাত্র বলেন, ‘কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ন শহর বীর আল গানামে গাদ্দাফি বাহিনীর সাথে আমাদের তুমুল সংঘর্ষ হচ্ছে।



এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালত গাদ্দাফির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার সিদ্ধান্ত গ্রহন করেছে।
 
আন্তর্জাতিক অপরাধ আদালতের তিন জন বিচারকের সমন্বয়ে গঠিত প্যানেল এ সিদ্ধান্ত নেয়। আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান আইনজীবি গাদ্দাফি পুত্র সাঈফ আল ইসলামের উপরও গ্রেপ্তারি পরোয়ানা জারি করারও অনুরোধ করেন।

সাঈদ আল ইসলাম  লিবিয়ার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে দায়িত্বরত আছেন।

মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠিত করার কারণে এ পরোয়ানা জারি করা হচ্ছে বলে আন্তর্জাতিক অপরাধ আদালত কর্তৃপক্ষ জানায়।

লিবিয়ার বিদ্রোহীরা নাফুজা পাহাড়সহ দেশটির পূর্বাঞ্চল নিয়ন্ত্রন করছে।
 
বিদ্রোহীদের মুখপাত্র গুমা এল গামেতি একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে চলমান সংঘর্ষ নিয়ে বলেন, ‘জওহিয়ার ৩০ কিলোমিটার দক্ষিণে গাদ্দাফি বাহিনীর সঙ্গে যে সংঘর্ষ হচ্ছে তা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ ওটা রাজধানী ত্রিপোলিতে ঢোকার দক্ষিনাংশ। ’

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ২৭ জুন, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।